একাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবে... moreএকাডেমিক থিসিস/রিসার্চগুলোকে পন্য কিংবা সেবায় রুপান্তর করে জনসাধারণের জন্য সহজলভ্য করবার মাধ্যমে মার্কেটে নতুন বিজনেস ভেঞ্চার প্রবর্তন এবং জ্ঞান-ভিত্তিক সমাজ গড়ে তুলবার প্রত্যয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড বিজনেস ইনকিউবেশন সেন্টার, চুয়েট প্রকল্প এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে "ইউনিবেটর(Unibator)" প্রোগ্রাম।
আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধন করবেন আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি।
ইউনিবেটর সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আপডেট সম্পর্কে জানতে চোখ রাখুন Bangladesh Hi-Tech Park Authority এর ভেরিফাইড ফেসবুক পেজে।