অপর দিকে negative thinking কাজে অরুচি আর আলস্য আমন্ত্রণ করে।
যখন আপনি কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন তখন অন্যেরা আপনার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করবে কারণ তারা জানে যে আপনি কোথায় যাচ্ছেন।
নেতৃত্ব দিতে গেলে সর্বপ্রথম আপনাকে যে গুন্ রপ্ত করতে হবে তাহলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে আবদ্ধ করতে হবে।
Leadership is all about executing instructions first in own life exactly what one desires the followers to execute in their day to day life. Demonstration is the rule #1 to becoming a good Leader.
... moreঅপর দিকে negative thinking কাজে অরুচি আর আলস্য আমন্ত্রণ করে।
যখন আপনি কোনো ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন তখন অন্যেরা আপনার পদাঙ্ক অনুসরণ করতে শুরু করবে কারণ তারা জানে যে আপনি কোথায় যাচ্ছেন।
নেতৃত্ব দিতে গেলে সর্বপ্রথম আপনাকে যে গুন্ রপ্ত করতে হবে তাহলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে আবদ্ধ করতে হবে।
Leadership is all about executing instructions first in own life exactly what one desires the followers to execute in their day to day life. Demonstration is the rule #1 to becoming a good Leader.
নেতৃত্বের প্রথম শর্ত হচ্ছে, আপনি নিজে যা করতে চান না তা অন্যকে করতে না বলা। দৃষ্টান্ত দিয়েই কেবল আপনি নেতৃত্ব দিতে পারেন।
নেতৃত্বের আসনে বসলে আপনাকে তৈরী থাকতে হবে অন্যের চেয়ে কঠোর আর দীর্ঘক্ষণ কাজ করতে।
এবং প্রমাণ করতে প্রস্তূত থাকতে হবে যে আপনার সৎ-কর্ম বিধাতাকে বিধিলিপি পরিবর্তন করে আপনাকে পেশাজীবনে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবে।
সেই ফলিত নেতৃত্ব সহকর্মীদেরকে হ্যামিলনের বাঁশীওয়ালার মতো বা গোঠের রাখাল কৃষ্ণের বাঁশীর মতো সবাইকে কর্মমুখরতার দিকে ছুটাবে।