বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। আমরা এখন চাইলেই প্রযুক্তির ব্যবহার থেকে দূরে থাকতে পারি না। কারণে অকারণে আমাদের ইন্টারনেট ব্যবহার করতেই হয়। এই ইন্টারনেট ব্যবহার করেই আমরা শিক্ষা, আনন্দ বিনোদন, খবরাখবর ইত্যাদি জেনে থাকি। এখানে যেমন রয়েছে হাজারো ইতিবাচক কন্টেন্ট, ঠিক তেমনি এর অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অশ্লীল কন্টেন্ট। যা আমরা না চাইতেই আমাদের সামনে চলে আসে। যার ফলে আমাদের দুর্বল মন কখনো কখনো খারাপ জিনিসে আসক্ত হয়ে ... moreআসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। আমরা এখন চাইলেই প্রযুক্তির ব্যবহার থেকে দূরে থাকতে পারি না। কারণে অকারণে আমাদের ইন্টারনেট ব্যবহার করতেই হয়। এই ইন্টারনেট ব্যবহার করেই আমরা শিক্ষা, আনন্দ বিনোদন, খবরাখবর ইত্যাদি জেনে থাকি। এখানে যেমন রয়েছে হাজারো ইতিবাচক কন্টেন্ট, ঠিক তেমনি এর অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অশ্লীল কন্টেন্ট। যা আমরা না চাইতেই আমাদের সামনে চলে আসে। যার ফলে আমাদের দুর্বল মন কখনো কখনো খারাপ জিনিসে আসক্ত হয়ে পড়ে।
আমার বিশ্বাস সকল ধর্মেই অশ্লীলতাকে পরিত্যাজ্য ঘোষণা করা হয়েছে। তাই আমরা চাই এমন একটি স্যোশাল মিডিয়া প্লাটফর্ম যেখানে থাকবে না কোনো অশ্লীলতা। যেখানে থাকবে মানুষের বাক স্বাধীনতা। থাকবেনা অপর ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ। আমরা চাই এমন একটি সুন্দর পৃথিবী, যেখানে সব ধর্ম বর্ণের মানুষ একত্রিত হতে পারবে।
প্রিয় পাঠক, আমরা SayBD (সেবিডি) এর কথা বলছি। এই #SayBD হতে যাচ্ছে এমন একটি স্যোশাল মিডিয়া প্লাটফর্ম, যেখানে আপনি পাবেন বিশ্বসেরা স্যোশাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতা। SayBD এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে চলেছে এটাকে নান্দনিক ডিজাইনে রুপ দিতে। এটার ইউজার ইন্টারফেস হবে খুবই সহজ সরল। এখানে থাকবে অসংখ্য নজরকাড়া ফিচার। যা যেকারো মন কাড়তে সক্ষম হবে।
আমরা প্রতিনিয়ত SayBD কে আরো বেশি সুন্দর করার চেষ্টা করে যাবো। আমরা SayBD ব্যবহারকারীদের কাছে এটাকে অন্য সব স্যোশাল মিডিয়ার থেকেও ভালো ভালো ফিচার উপহার দিতে থাকবো।
#আপনাদের প্রতি আমাদের বিশেষ আর্জিঃ
✓ SayBD -এর নেটিভ App এর কাজ চলমান আছে। আমরা আশাবাদী আর কিছুদিন পর আপনাদের মাঝে SayBD নেটিভ App অফিশিয়ালি আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ। তাই এখন থেকেই সবাই নিজ নিজ অবস্থান থেকে #মেভবুকের প্রচার প্রচারণা করতে থাকুন।
✓ আমরা চাই SayBD কে User-friendly করে তৈরি করতে। হয়তো প্রথম আপডেটে আপনাদের সকল আশা পূর্ণ করতে সক্ষম হব না। তাই আপনাদের সুপরামর্শ সাদরে গৃহীত হবে।
✓ আপনি চাইলে আমাদের কাছে এখন থেকেই পরামর্শ দিতে পারেন। আমাদের মেইল করে জানাতে পারেন আপনি SayBD -এ কি কি ফিচার পেতে চান। (admin@saybd.net)