দুর্বার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর প্লাটফর্ম। ইন্সপায়ারিং বাংলাদেশ প্রথম থেকেই দুর্বারের বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত আছে। মুজিবের কাছে চিঠি একটি অসাধারণ উদ্যোগ। ইন্সপায়ারিং বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুকে জানতেই হবে। তাই আপনার আশেপাশে যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তাঁদের চিঠি লিখতে উৎসাহ দিন।
দুর্বার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর প্লাটফর্ম। ইন্সপায়ারিং বাংলাদেশ প্রথম থেকেই দুর্বারের বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত আছে।
মুজিবের কাছে চিঠি একটি অসাধারণ উদ্যোগ। ইন্সপায়ারিং বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুকে জানতেই হবে। তাই আপনার আশেপাশে যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তাঁদের চিঠি লিখতে উৎসাহ দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে চিঠি লেখার কাজটি খুব আনন্দের সাথে করছে আমার ছেলে- মেয়েরা। যখন স্কুলে পড়তাম তখন এমন সুযোগ আমরা পাইনি। কাজেই আপনারা আপনাদের সন্তানদের মুজিবের কাছে চিঠি লিখতে উৎসাহ দিন, সাহায্য করেন।
চিঠি লেখার নিয়ম কানুন জানতে এবং অংশগ্রহণের ফর্ম পেতে এই লিঙ্কে ক্লিক করুন-
আপনারা নিশ্চয় জানেন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুর্বার প্লাটফর্ম আয়োজন করেছে “মুজিবের কাছে চিঠি” নামের বিশেষ প্রতিযোগিতা। আপনার সন্তান, ছোট ভাই-বোন, ছাত্র-ছাত্রী বা পরিচিত কেউ যদি “মুজিবের কাছে চিঠি” প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে অবশ্যই উৎসাহ দিন। সেই সাথে দয়া করে তার লেখা চিঠি আমাদের কাছে পাঠানোর জন্য সহযোগিতা করুন। এজন্য আপনাকে যা করতে হবেঃ
সবার প্রথমে মোবাইল ফোন দিয়ে চিঠির একটি ছবি তুলতে হবে। লক্ষ্য রাখবেন ছবি যেন পরিষ্কার এবং ঝকঝকে হয়। ছবি ঝাপসা হলে চিঠির... moreআপনারা নিশ্চয় জানেন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুর্বার প্লাটফর্ম আয়োজন করেছে “মুজিবের কাছে চিঠি” নামের বিশেষ প্রতিযোগিতা। আপনার সন্তান, ছোট ভাই-বোন, ছাত্র-ছাত্রী বা পরিচিত কেউ যদি “মুজিবের কাছে চিঠি” প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে অবশ্যই উৎসাহ দিন। সেই সাথে দয়া করে তার লেখা চিঠি আমাদের কাছে পাঠানোর জন্য সহযোগিতা করুন। এজন্য আপনাকে যা করতে হবেঃ
সবার প্রথমে মোবাইল ফোন দিয়ে চিঠির একটি ছবি তুলতে হবে। লক্ষ্য রাখবেন ছবি যেন পরিষ্কার এবং ঝকঝকে হয়। ছবি ঝাপসা হলে চিঠির লেখা পড়া যাবেনা;
এবার সেই ছবি আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করবেন। ছবি আপলোড করার সময় ক্যাপশনে (স্ট্যাটাস) চিঠি লেখকের নাম, বয়স, জেলা, স্কুলের নাম, কোন শ্রেণীর শিক্ষার্থী বিষয়টি উল্লেখ করতে হবে।
ক্যাপশনে উল্লিখিত তথ্যের পাশাপাশি অবশ্যই এই তিনটি (#Durbar21, #AmarMujib, #LetterToMujib এগুলো কপি করে পেস্ট করতে পারেন) হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সঠিকভাবে হ্যাশট্যাগ লিখতে না পারলে আপনার আপলোড করা চিঠি প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।
চিঠির ছবিসহ পোস্ট আপলোড করার পর দেখবেন এই পোস্টের একটি লিঙ্ক তৈরি হয়েছে। এবার এই লিঙ্ক কপি করে আমাদের কাছে পাঠাতে হবে। এজন্য আপনাকে এই লিঙ্কে (https://forms.gle/hNDUB9rVypxd83NEA) যেতে হবে। পোস্টের লিঙ্ক এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করলেই আপনার কাজ আপাতত শেষ।
মনে রাখবেন, আগামী ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যেই আপনাকে ফর্ম পূরণ করে পাঠাতে হবে;
দারুণ খবর! শুরু হলো “মুজিবের কাছে চিঠি” লেখা প্রতিযোগিতা
বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, আর সমগ্র বাংলাদেশের হৃদয়জুড়ে রয়েছেন তিনি। হিমালয়সম এই মানুষটি সম্পর্কে আমাদের জানার পরিধি হয়তো খুব সামান্য, কিন্তু এই সামান্য জ্ঞান দিয়েই আমরা আমাদের সন্তানদের সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরি।
একটা বিষয় কি আপনি কখনও লক্ষ্য করেছেন? আপনি যখন আপনার শিশু সন্তানদের সামনে বঙ্গবন্ধুর গল্প বলেন তখন দেখবেন তাদের চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। বঙ্গবন্ধু তাদের কাছে সুপার হিরো। তারা বঙ্গবন্ধুকে ... moreদারুণ খবর! শুরু হলো “মুজিবের কাছে চিঠি” লেখা প্রতিযোগিতা
বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, আর সমগ্র বাংলাদেশের হৃদয়জুড়ে রয়েছেন তিনি। হিমালয়সম এই মানুষটি সম্পর্কে আমাদের জানার পরিধি হয়তো খুব সামান্য, কিন্তু এই সামান্য জ্ঞান দিয়েই আমরা আমাদের সন্তানদের সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরি।
একটা বিষয় কি আপনি কখনও লক্ষ্য করেছেন? আপনি যখন আপনার শিশু সন্তানদের সামনে বঙ্গবন্ধুর গল্প বলেন তখন দেখবেন তাদের চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। বঙ্গবন্ধু তাদের কাছে সুপার হিরো। তারা বঙ্গবন্ধুকে আরও জানতে চায়। অনেক শিশুর মধ্যে আমরা একটা সুপ্ত ইচ্ছে লক্ষ্য করেছি। তারা তাদের প্রিয় সুপার হিরো মুজিবকে শ্রদ্ধা ও ভালবাসা জানাতে চায়, একটা কিছু বলতে চায়।
আপনার সন্তান ও আপনার আশেপাশের শিশুদের সেই সুপ্ত ইচ্ছে পূরণের জন্য আমাদের বিশেষ আয়োজন “মুজিবের কাছে চিঠি”। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে কাগজ-কলমে। আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে আপনার সন্তানের হাতে লেখা চিঠি ছবি তুলে নিয়ম অনুযায়ী আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনার উৎসাহ এবং সহযোগিতা পেলেই আপনার সন্তান এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে।
ক্যাম্পেইনে অংশ নিতে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম এবং অংশগ্রহণের নিয়ম-কানুন জানতে এই লিঙ্কে ক্লিক করুন-