জন্ম ও পরিচয়
হেমি হোসাইন জন্মসূত্রে একজন বাংলাদেশী। ১৯৭৭ খ্রিস্টাব্দে ২৯ মার্চ বৃহত্তর নোয়াখালী জেলার এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারিক প্রয়োজন ও নিজের সপ্ন পূরণের তাগিদে তরুন থাকতেই একসময় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।তার সেই যাত্রা মোটেও সহজ ছিলনা।অনেক কষ্ট,শ্রম ও দক্ষতার মধ্যে দিয়ে আজ তিনি একজন উদ্যোক্তাদের উদ্যোক্তা,সফল ব্যাবসায়ী,প্রখ্যাত লেখক, তরুনদের স্বপ্নপোদেষ্টা। RMIT University থেকে স্নাতক এবং University of Ballarat থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ... more#a_short_vlog
Hemi Hossain
জন্ম ও পরিচয়
হেমি হোসাইন জন্মসূত্রে একজন বাংলাদেশী। ১৯৭৭ খ্রিস্টাব্দে ২৯ মার্চ বৃহত্তর নোয়াখালী জেলার এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারিক প্রয়োজন ও নিজের সপ্ন পূরণের তাগিদে তরুন থাকতেই একসময় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।তার সেই যাত্রা মোটেও সহজ ছিলনা।অনেক কষ্ট,শ্রম ও দক্ষতার মধ্যে দিয়ে আজ তিনি একজন উদ্যোক্তাদের উদ্যোক্তা,সফল ব্যাবসায়ী,প্রখ্যাত লেখক, তরুনদের স্বপ্নপোদেষ্টা। RMIT University থেকে স্নাতক এবং University of Ballarat থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি রেস্টুরেন্টের কাজ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট চাকরিতে ছিলেন।সর্বশেষ কর্পোরেট চাকুরিতে থাকা অবস্থায় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে চাকরি ছেড়ে দিয়ে তার কাঙ্কিত সপ্ন (উদ্যোক্তা) বাস্তবায়নের পথে এগুতে থাকেন।মেধা এবং পরিশ্রমের সমন্বিত প্রয়োগ তার লক্ষ্য অর্জনে সফলতা নিয়ে আসে, হেমি হোসেন এখন একজন সফল উদ্যোক্তা এবং ব্যাবসায়ী।সেই সাথে তিনি এখন তরুণ প্রজন্মের জন্য স্বপ্নদ্রষ্টা হিসেবে কাজ করে যাচ্ছে দেশ ও বিদেশে বিভিন্ন সেমিনার, কোসিং, ডিজিটাল কনফারেন্সের মাধ্যমে,যারা স্বপ্ন দেখে দেশকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য সেটা হউক ডিজিটাল উদ্যোক্তা কিংবা ফ্রিলান্সার হয়ে।
হেমি হোসেনের বিশেষ কিছু অর্জনের মধ্যে তার লিখিত বই "Fire Your Boss" যেটা ২০২০ সালে অ্যামাজনের ফ্রি অর্ডারে 'বেস্ট সেলার' হয়েছিল। যেখানে তিনি উল্লেখ করেছেন চাকুরীজীবি থেকে সফল উদ্যোক্তা হয়ে উঠার গল্প। তিনি সবসময় চেয়েছেন মানুষকে উদ্যোক্তা হয়ে স্বাধীন ব্যাবসা পরিচালনা করার জন্য এবং কিভাবে বেকারত্ব ও দারিদ্র্যতা কে জয় করা যায় তার সন্ধান দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
তার আরও কিছু উল্লেখযোগ্য অর্জন যা উল্লেখ না করলে নই সেগুলো হচ্ছে - Best business award in Melbourne -2018, ডিজিটাল উদ্যোক্তা, স্পিকার ও সমাজসেবী হিসেবে তিনি দেশ -বিদেশের বিভিন্ন মেডিয়ায় আলোচিত হয়েছেন।
সেই সাথে তিনি Digital entrepreneurs Hub ও Grow with Hemi এর প্রতিষ্টাতা যা ডিজিটাল উদ্যোক্তাদের সার্বিক দিকনির্দেশক হিসেবে কাজ করে যাচ্ছে।
ধন্যবাদ জানাচ্ছি Mr. Hemi Hossain কে Freeprenure এর মতো একটি ডিজিটাল প্লাটফর্মে এসে আমাদের সার্বিক দিকনির্দেশনা দিয়ে আমাদের সপ্ন দেখতে সহায়তা করার জন্য।
And also thanks #careershubbangladesh #Insfiringbangladesh #Freeprenure #শত_বর্ষে_সহস্র_উদ্যোক্তা