স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার অদম্য অগ্রযাত্রায় যে সকল ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে অসামান্য অবদান রেখেছেন, তাদের দেখানো পথ ধরেই এদেশের তরুন প্রজন্ম বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও উন্নত প্রযুক্তির আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার গ্লানি থেকে এই বাংলাকে মুক্ত করতে সবথেকে বেশি অবদান রেখেছিল এ দেশের টগবগে সংগ্রামী হাজারো তরুণ। এখনো বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আমাদের মেধাবী তরুণ প্রজন্ম ভুমিকা পালন করছে।... moreস্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার অদম্য অগ্রযাত্রায় যে সকল ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে অসামান্য অবদান রেখেছেন, তাদের দেখানো পথ ধরেই এদেশের তরুন প্রজন্ম বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ ও উন্নত প্রযুক্তির আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার গ্লানি থেকে এই বাংলাকে মুক্ত করতে সবথেকে বেশি অবদান রেখেছিল এ দেশের টগবগে সংগ্রামী হাজারো তরুণ। এখনো বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আমাদের মেধাবী তরুণ প্রজন্ম ভুমিকা পালন করছে। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। তাদেরকে আমাদের দেশের মহান ব্যক্তিদের গল্প জানানোর মাধ্যমে অনুপ্রাণিত করতে পারলেই অরপতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।
করোনাকালীন সময়ে প্রতিভাবান তরুণদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’ বিশ্বাস করে এ বইয়ের গল্পগুলো থেকে এ দেশের তরুণরা মাথা উঁচু করে লক্ষ্য জয়ে অটল হওয়ার সাহস অর্জন করবে। বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান তরুণ তরুণী আছে যারা পারে আমাদের সোনার দেশটিকে আরও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে। এ জন্য প্রয়োজন অনুপ্রেরণা আর সঠিক পথ প্রদর্শক। ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’ শুরু থেকেই তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সেমিনার এবং কীভাবে কোন পথে নিজের ক্যারিয়ারকে পরিচালনা করা যায় সে বিষয়ে খ্যাতিমান অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সেমিনার , আলোচনা সভা ও অনুপ্রেরণামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
তরুণদের আত্মবিশ্বাসকে নতুন এক চেতনায় জাগ্রত করার জন্য প্রয়োজন অনুপ্রেরণার, তবেই তো সম্ভব আমাদের দেশকে আধুনিক ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। তরুণ প্রজন্মকে সম্ভাবনাময় ভবিষ্যতের কান্ডারী হিসেবে উৎসাহিত করতেই ইন্সপায়ারিং বাংলাদেশের এই প্রচেষ্টা। তরুণ প্রজন্মের দৃঢ় প্রত্যয়ী মনোভাবকে শক্তিতে রুপান্তর করার জন্য প্রয়োজন অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা। সেই চিন্তা থেকেই অনুপ্রেরণামূলক বই প্রকাশের প্রয়াস। “বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প” বইটির প্রথম খন্ডের প্রতিটি পাতায় পাতায় রয়েছে বাংলার মহানায়কদের আত্মত্যাগ, একনিষ্ঠা ও অনুপ্রেরণার গল্প যা পাঠকের চাহিদার দিকে লক্ষ্য রেখে সংকলিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কিছু সাহসী পদক্ষেপ বদলে দিয়েছে বাংলাদেশকে। আমাদের এই প্রকাশনার প্রথম খন্ড তে এরকমই কিছু সৃষ্টি আর স্রষ্টার গল্প তুলে ধরা হয়েছে। ইন্সপায়ারিং বাংলাদেশের মূলমন্ত্র হচ্ছে অনুপ্রেরণা। বাংলার মহৎ প্রাণ দেশপ্রেমিকদের যে ত্যাগ এবং একনিষ্ঠতায় আমরা আজকের এই স্বাধীন বাংলায় গৌরবের সাথে মাথা উঁচু করে বেঁচে রয়েছি সে গল্পই সকলের মাঝে ছড়িয়ে দিতে চায় ইন্সপায়ারিং বাংলাদেশের। সামগ্রিক বাস্তবতায় ও মহামারির কারণে আমরা কিছুটা বাঁধাগ্রস্ত হলেও ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিটি সদস্যের আপ্রাণ চেষ্টায় আমরা উদ্যমী হয়েছি। সোনার বাংলা তথা আধুনিক ও উন্নত ডিজিটাল বাংলাদেশ সৃষ্টির অভিষ্ট লক্ষ্য পূরণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাবো। আজকের বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালনকারী মহানায়কদের দেখানো পথ ধরেই এগিয়ে যাবে এ দেশ-এমনটিই প্রত্যাশা করে ইন্সপায়ারিং বাংলাদেশ।