মুজিব শতবর্ষকে আদর্শ মেনে, Digital Bangladesh গড়ার স্বপ্নে সামিল হতে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি নতুন একটি স্বপ্ন।
যেখানে করোনার করালগ্রাসে সারাবিশ্ব থমকে গেছে। লকডাউনে বন্দী আমাদের স্বপ্ন। সেখানে একমাত্র অনলাইন প্রফেশনালরাই পারেন ঘুরে দাঁড়াতে।
আমরা দৃড়ভাবে বিশ্বাস করি Digital Bangladesh গড়ার মিশনে তারাই হবেন আমাদের অালোকের অগ্রদূত৷
এজন্যে Inspiring Bangladesh এবং CareersHub Bangladesh যৌথ উদ্যোগে Freelancer ও Digital Entrepreneur তৈরির লক্ষ্যে অনলাইন প্রফেশনালদের প্রশিক্ষণের জন্য নিয়ে এসেছে "শত বর্ষে, সহস্র উদ্যোক্তা" থিম নিয়ে Freepreneur প্রোগ্রাম।
এই প্রশিক্ষণের মাধ্যমে ১০০০ জনকে সফল Freelancer এরপরে ক্রমান্বয়ে Digital Entrepreneur হবার প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণটি চলবে ১ বছর ধরে বিভিন্ন ধাপে।
আমাদের এই উদ্যোগের প্রথম ধাপে, প্রথম ১০০ জনকে দিচ্ছি ২০,০০০/- টাকা করে সর্বোমোট ২০ লক্ষ টাকার ১০০% বৃত্তি।
প্রথম ধাপের প্রশিক্ষণটির সময়কাল ১০ দিন। এই ১০ দিনে ৫টি বিষয়ের উপর ২টি করে ক্লাস থাকবে।
Comments (2)