কলম্বাসের_ডিম_আর_কিশোয়ারের_পান্তাভাত

কলম্বাসের_ডিম_আর_কিশোয়ারের_পান্তাভাত

কলম্বাস যখন তিনটি জাহাজ নিয়ে নিউ ওয়ার্ল্ড আবিষ্কার করে করেন, তখন স্পেনের রানী ইসাবেলা তাকে অনেক ধনদৌলত এবং জমি উপহার দেন। এতে স্পেনের নাবিকেরা অসন্তুষ্ট হন এবং রানীকে বলেন এটা তাদের দ্বারাও সম্ভব হতো। কলম্বাস এমন কোন বড় কাজ করে ফেলেনি। একথা কলম্বাসের কানে এলে তিনি রানী ইসাবেলাকে অনুরোধ করেন একটি নৈশভোজের আয়োজনের যেখানে তিনি প্রমাণ করে দেবেন কেন এসব ধন-দৌলত এবং জমিজমা তার প্রাপ্য।
সেই নৈশভোজে সব নাবিক উপস্থিত হলে কলম্বাস একটা ডিম নিয়ে সেই নাবিকদের জিজ্ঞেস করেন রানীর সামনে রাখা টেবিলে এই ডিমটি কেউ দাঁড় করাতে পারবে কিনা। প্রবীণ নাবিকেরা সন্দিহান হন কিন্তু কোন কোন তরুণ নাবিক চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিছুক্ষণ কসরত করেছিল কিন্তু তারপর হাল ছেড়ে দিয়েছিল। সব নাবিক এক সময় মেনে নেয় যে ডিমটাকে টেবিলে দাঁড় করানো যাবে না।
কলম্বাস তখন সামনে এসে ডিমটির উপরিভাগ টেবিলে একটু বাড়ি দিয়ে অল্প ভেঙে খোলস একটু সমান করে তা খাড়া করে টেবিলের উপর রাখেন এবং বলেন 'এইভাবে ডিমকে দাঁড় করানো যায়।'
উপস্থিত নাবিকেরা শোরগোল করে উঠলে এই বলে 'এটা তো আমরাও পারতাম', কলম্বাস মিষ্টি হেসে তাদেরকে বলেন 'আপনারা পারতেন, আর আমি পেরেছি'।
তারপর তিনি রানী ইসাবেলার দিকে তাকিয়ে বলেন, 'মহামান্য রানী, এখানেই বাকি নাবিকদের সাথে আমার পার্থক্য। আমি পারি, আর তারা মনে করেন তারা পারতেন।'
অস্ট্রেলিয়ান মাস্টারশেফে কিশোয়ার চৌধুরীর সাফল্যের পর রান্নাবান্নায় এক্সপার্ট বাঙালিরা বলতে শুরু করেন এরকম তো তারাও পারেন, আব্দুল্লাহ সাদের চলচ্চিত্র কান ফেস্টিভ্যালে মনোনীত হলে নির্মাতারা বলতে শুরু করেন এরকম চলচ্চিত্র তাদেরও ঝোলায়ও আছে, আশফাক নিপুন মহানগর নিয়ে সাফল্য পেলে নির্মাতারা বলতে শুরু করেন আর্থিক সহযোগিতা পেলে এরকম ভঙ্গিতে গল্প তারাও বলতে পারেন। পারিবারিকজীবনে দেখেছি খুব অল্প বয়সে বিদেশে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর পরিবারের অন্য লোকজন বলছে 'ওদের তো বাবা কোটিপতি ওরা তো পারবেই'। দেখেছি প্রফেশনালি কেউ এগিয়ে গেলে অন্যদের বলতে 'ওর তো একমাত্র কাজ বসদের তেল দেওয়া'। দেখেছি কেউ স্টার্টআপ নিয়ে সাফল্য পেলে আশেপাশের মানুষজন বলছে 'এরকম তো আমরাও পারতাম'।
বাস্তব হলো সবাই ভাবে তারা পারবে, কিন্তু আসলে পারেনা। ঠিক ভাবে কাজ করে দেখাতে পারে কলম্বাসের মতন কেউ কেউ। (
Posted in Personal Blogs on December 20 2021 at 10:04 PM

Comments (1)

No login
color_lens
gif