বিজয় দিবস, বাংলাদেশের এক লাল তারিখ। শ্রেয়বোধ ও শুভবুদ্ধিকে আশ্রয় করে আমরা প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মুক্তিযোদ্ধাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্ত... moreইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০🇧🇩
বিজয় দিবসের প্লেকার্ড প্রতিযোগিতা 🎉
বিজয় দিবস, বাংলাদেশের এক লাল তারিখ। শ্রেয়বোধ ও শুভবুদ্ধিকে আশ্রয় করে আমরা প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মুক্তিযোদ্ধাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্তিই ঘুমন্ত বাঙ্গালীকে জাগিয়ে তুলেছিল।
তাই তাদের স্মৃতিচারণে আমাদের এই আয়োজন,
🇧🇩 বিজয় দিবসের প্লেকার্ড প্রতিযোগিতা
এটি একটি অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা।
★প্রতিযোগিতায় অংশগ্রহন করার নিয়মাবলি ও দিকনির্দেশনা-
১। কি বিষয়ক প্লেকার্ড করবেনঃ মুক্তিযোদ্ধাদের ব্যক্তিত্ব বিষয়ক / বিজয় দিবস / স্বাধীনতা দিবস সম্পর্কে।
★প্রতিযোগীদের পোস্টে লাইক/ রিয়েক্ট এবং কমেন্টের উপর ভিত্তি করে গড় নম্বর দেয়া হবে। ছবিতে যত বেশি লাইক/ রিয়েক্ট এবং কমেন্ট পড়বে তার গড় নম্বর তত বেশি হবে।
৭।পূর্বে অন্যের পোস্টকৃত প্লেকার্ড পোস্ট করা যাবে না। প্লেকার্ডের লেখা ও আর্ট গুলো অবশ্যই তার নিজের এবং সঠিক তথ্য সম্বলিত হতে হবে।ভুল ইতিহাস থেকে বের করে আনাই আমাদের লক্ষ্য।
★ সেরা তিনজন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার ও Inspiring Bangladesh এর পক্ষ থেকে সার্টিফিকেট। — with Md Musaddiqur Rahman Fahim and 110 others.
খেলাধুলা
------------------------------------------------------
১. বর্তমান ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন -ইংল্যান্ড
২. বর্তমান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন- ফ্রান্স
৩. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট 2023 অনুষ্ঠিত হবে -ভারতে (১৩তম)
৪. পরবর্তী বিশ্বকাপ ফুটবল 2022 অনুষ্ঠিত হবে কাতারে (22 তম)
৫. পরবর্তী অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে- টোকিও, জাপান ( 32 তম)
৬. পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -ভারতে (সপ্তম)
৭. সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে- ওয়েস্ট ইন্ডিজ
৮. টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একমাত্র স... moreখেলাধুলা
------------------------------------------------------
১. বর্তমান ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন -ইংল্যান্ড
২. বর্তমান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন- ফ্রান্স
৩. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট 2023 অনুষ্ঠিত হবে -ভারতে (১৩তম)
৪. পরবর্তী বিশ্বকাপ ফুটবল 2022 অনুষ্ঠিত হবে কাতারে (22 তম)
৫. পরবর্তী অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে- টোকিও, জাপান ( 32 তম)
৬. পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -ভারতে (সপ্তম)
৭. সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে- ওয়েস্ট ইন্ডিজ
৮. টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান-তামিম ইকবাল খান
৯. 13 তম যুব বিশ্বকাপ ক্রিকেট 2020 এ চ্যাম্পিয়ন -বাংলাদেশ( 3 উইকেট)
১০ আইসিসি ক্রিকেট রেংকিং 2020:
ব্যাটিংয়ে। - বিরাট কোহলি
ODI টেস্ট -স্টিভ স্মিথ
টি-টোয়েন্টি -ডেভিড মালান
Australian নোভাক জোকোভিচ( সার্বিয়া ) সোফিয়া কেনিন(USA)
১২. 14 তম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে -লাহোর, পাকিস্তান
১৩. 2020 সালে টেনিস খেলার কোন প্রতিযোগিতাটি বাতিল করা হয় -উইম্বলডন
১৪ ফিফার বর্ষসেরা 2020 -ইভেন লয়েনডস্কি (পোল্যান্ড)
১৫ অষ্টম মহিলা বিশ্বকাপ 2019 চ্যাম্পিয়ন - যুক্তরাষ্ট্র
১৬.সপ্তম মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া
১৭.সপ্তম বিপিএল ( বঙ্গবন্ধু বিপিএল)চ্যাম্পিয়ন- রাজশাহী রয়েলস
১৮. পরবর্তী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে -শ্রীলঙ্কায় ( 15 তম)
১৯. ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের অধিকারী-লিটন কুমার দাস ( 176 রান)
২০. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস -মুশফিকর রহিম (219)
২১. 13 তম এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণ পদক অর্জন করে- ১৯টি
২২. 2022 সালে 22 তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -বার্মিংহাম ,যুক্তরাজ্য
২৩ ফুটবল বিশ্বকাপ 2022 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যে স্টেডিয়ামে- লুসাইল স্টেডিয়াম (উদ্বোধনী ম্যাচ -আল বাইত স্টেডিয়াম)
২৪ ডেভিস ,উইম্বলডন, ক্রেমলিন কাপ- লন টেনিস এর সাথে জড়িত
২৫. উবার' টমাস কাপ --ব্যাডমিন্টন এর সাথে জড়িত
২৬. অ্যাসেস -ক্রিকেট
২৭. ডুরান্ড , রোভার্স কাপ- ফুটবল
২৮ যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা -বেসবল
২৯. মালয়েশিয়ার জাতীয় খেলা- ব্যাডমিন্টন
৩০. দাবা খেলার সাথে জড়িত -ক্যাসলিং
৩১. একুশে পদক 2020 লাভ করে- বিশ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
৩২. একুশে পদক 2020 লাভকারী প্রতিষ্ঠান-মৎস্য গবেষণা ইনস্টিটিউট
৩৩. স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করে -৮ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
৩৪.স্বাধীনতা পুরস্কার 2020 লাভ করি প্রতিষ্ঠান-ভারতেশ্বরী হোমস
৩৫ ন্যাশনাল বুকার পুরস্কার 2020 জয়লাভ করেছে -মারাইকা লুকাস
রুজেনফেল্ট
৩৬. পুরস্কারপ্রাপ্ত উপন্যাস- দিস্কম্ফর্ট ইভিনিং
৩৭ 92 তম অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র -প্যারাসাইট (দক্ষিণ কোরিয়ান)
৩৮. অস্কার পুরস্কার এর সেরা অভিনেতা -ওয়াকিন ফিনিক্স (জোকার চলচ্চিত্র)
৩৯. অ্যাবেল পুরস্কার 2020-হ্যারি ফাস্টেইন বার্গ ও গৃগরি ফারিয়া
৪০ নোবেল পুরস্কার এর বর্তমান মূল্য-11 লক্ষ ক্রোনার