মুজিব জন্মশতবার্ষিকী: কলকাতার যেখানে মুজিবের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছিল
#মুজিব
#রাজনীতি
শেখ মুজিবুর রহমানের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে কলকাতা শহরে। খুব ছোটবেলায় চিকিৎসা দিয়ে শুরু - আর শেষ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিরাট নাগরিক সম্বর্ধনার মাধ্যমে। মাঝে, তিনি সেখানে পড়তে গেছেন, দক্ষ রাজনৈতিক সংগঠক হয়ে উঠেছেন।
মুসলিম লীগের রাজনীতিতে হাতেখড়ি পূর্ববঙ্গে হলেও কলকাতায় গিয়ে তার রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছে - আবার কলকাতা শহরে দাঙ্গার সময়ে তিনিই কখনও হিন্দুদের, কখনও বা মুসলমানদের প্রাণ বাঁচিয়েছেন।
কোথায় কেটেছিল কলকাতা শহরে শেখ মুজিবুর রহমানের জীবন? - খোঁজ নিয়েছেন বিবিসি-র কলকাতার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
https://facebook.com/BBCBengaliService
https://twitter.com/bbcbangla
Comments (0)