মুজিব জন্মশতবার্ষিকী: ৫০-এর দশকে শেখ মুজিবের রাজনৈতিক জীবন

#Mujib100 #শেখমুজিব
১৯৫৩ সালে প্রথমবারের মতো আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। এ সময় পূর্ব পাকিস্তানের জেলায় জেলায় ঘুরে দলটির সাংগঠনিক ভিত্তি তৈরি করেন তিনি। বলা হয়ে থাকে, ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পেছনে বিশেষ ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমানের। পঞ্চাশের দশকে কিছু সময় প্রাদেশিক সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেছিলেন তিনি। দেখে নেয়া যাক--পঞ্চাশের দশকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের নানা দিক।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali

https://facebook.com/BBCBengaliService

https://twitter.com/bbcbangla
Posted by RIDWANA QUADER RAKA in Default Category on November 09 2020 at 12:01 AM  ·  Public

Comments (0)

No login
color_lens
gif