জীববৈচিত্র্য কী? কেন জীববৈচিত্র্য এতো গুরুত্বপূর্ণ? Why is biodiversity so important?
পৃথিবীতে বিরাজমান অর্থাৎ জলে স্থলে অন্তরীক্ষে বসবাসরত জীবের প্রাচুর্যতা ও ভিন্নতাকেই জীববৈচিত্র্য বলা হয়। শব্দটির প্রকৃত অর্থ দাঁড়ায় প্রাণের বৈচিত্র্য। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে জীববৈচিত্র্য বা (Biodiversity) হলো অনুজীব, ছত্রাক, উদ্ভিদ ও পৃথিবীর গোটা জীবসম্ভার । এক্ষেত্রে একটি অপরটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একটির পরিবর্তন আরেকটির পরিবর্তন, একটির ধ্বংস সাধন হলে আরেকটির অস্তিত্বের সংকট দেখা দেয়।
এবারে আসি জীববৈচিত্র্যের গুরুত্ব প্রসঙ্গে। মানুষ তথ্য সমগ্র জীবজগতের কাছে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। তাহলে চলুন জেনে নেই জীববৈচিত্র্য কী? এবং জীববৈচিত্র্য কেন এতো বেশি গুরুত্বপূর্ণ?
#What #is #biodiversity
প্রাণী জগত / প্রাণী জগৎ ( wildlife )
Comments (0)