ভার্চুয়ালি আয়োজিত হলো "বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট"

বিশ্বব্যাপী তরুণদের কর্মসংস্থান, কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৫ জুলাইকে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে হিসেবে ঘোষণা করা হয়। এবারের ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপনের অংশ হিসেবে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট ২০২১। আয়োজনের ব্যপ্তির দিক দিয়ে এটি ছিলো উক্ত দিবসে এ বছর আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ ভার্চুয়াল ফেষ্টিভাল। গত ১৫ এবং ১৬ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোতে যোগদান করেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা যারা মূলত আলোচনা করেছেন তরুণদের দক্ষতা বৃদ্ধির নানা দিকগুলো নিয়ে। অনুষ্ঠানটির আয়োজন সহযোগী হিসেবে ছিলো বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন সোসাইটি, ইয়ুথ হাব, জেসিআই ঢাকা ওয়েস্ট, ইয়ুথ ইন ডিজিটাল এওয়ারনেস, বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন, বিগ ভেনচারস, ফ্রিপ্রিনিউয়ার এবং নিউজ ৩৬০ বিডি ডট কম। এছাড়াও আয়োজনটির সার্বিক সহযোগীতায় রয়েছে রয়েছিলো আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রজেক্ট, দুর্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
 
আয়োজকরা জানিয়েছেন এই ফেষ্টিভালে সর্বমোট সাতটি সেশন অনুষ্ঠিত হয়েছে যেগুলো পরিচালনায় ছিলেন ইমরান ফাহাদ, সুমাইয়া জামান, পাভেল সারওয়ার, মুহাম্মাদ আলতামিশ নাবিল, স্বাধীন খান মোহাম্মাদ নকিব, জামিল আহমেদ এবং রবিউল ইসলাম রবি। ১৫ জুলাই সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। এসময় মন্ত্রী বলেন, "তরুণদের এগিয়ে যেতে দক্ষতাবৃদ্ধির বিকল্প নেই। এই দক্ষতা শুধুমাত্র অল্প কিছু খাতে সীমাবদ্ধ রাখলে চলবেনা। এটিকে ছড়িয়ে দিয়ে হবে ভবিষ্যতের সম্ভবনাময় অন্যান্য খাতেও। জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড স্কিলস দিবসে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজিত এই কার্যক্রমটি সত্যিই প্রসংশার দাবিদার।"
 
এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিওও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। ফেষ্টটি সমাপ্ত হয় মহামারি পরবর্তী সময়ে তরুণদের করণীয় শীর্ষক ওয়েবিনারের মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন বোল্ড এর প্রেসিডেন্ট কাজী এম আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, কাজি আইটি এর কান্ট্রি ম্যানেজার জারা মাহবুব, ইউনিয়ন ব্যাংক এর ডিরেক্টর আশিক আহমেদ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারার ড. ডেভিড ডোল্যান্ড, ডাটা বার্ড এর সিইও কাশেফ রহমান এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফোরাম এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম মিসবাহ হামিদুল। ফেষ্টটির সবগুলো সেশনই সরাসরি প্রচারিত হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ সহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেইজে।
Posted in News Blogs on July 18 2021 at 01:44 PM

Comments (0)

No login
color_lens
gif