টারশিয়ারি স্টুডেন্টস প্রজেক্ট (আন্ডারগ্র্যাজুয়েট) বিভাগে চ্যাম্পিয়ন "মাটির প্রাণ" বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০

450_ffdfba2b97f70ae3a1c8a4dd448a8d4b.jpeg

450_03a3cb555826210b4143df25543557f8.jpeg

 


বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ এর টারশিয়ারি স্টুডেন্টস প্রজেক্ট (আন্ডারগ্র্যাজুয়েট) বিভাগে চ্যাম্পিয়ন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর প্রজেক্ট আইওটি বেসড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি রিকমেন্ডেশন সিস্টেম “মাটির প্রাণ”। চলমান বৈশ্বিক করোনা মহামারীর জন্য এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরটিভি-তে সম্প্রচারিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস) এর উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দারাজ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এবার ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীদের সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালক বৃন্দ। ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর আইওটি এন্ড রোবটিক্স রিসার্চ ল্যাব ২০১৯ সালেও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। আইডিইবি) এর আইওটি এন্ড রোবটিক্স রিসার্চ ল্যাব ২০১৮ সাল থেকে দেশীয় উদ্ভাবনের মাধ্যমে জাতীয় সমস্যা সমূহ সমাধানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

মাটির প্রাণ প্রকল্পের উদ্ভাবক আব্দুল্লা আলা আরাফ বলেন, দেশের কৃষকদের হাতে সহজ লব্ব্য আধুনিক ডিজিটাল কৃষি যন্ত্র পোঁছে দেওয়া আমাদের লক্ষ। আমরা আশা করছি আমাদের মাটির প্রাণ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত সয়েল টেস্টিং ডিভাইস কৃষিখাতে এক অনন্য অবদান রাখবে।

বর্তমানে এই প্রকল্প নিয়ে কাজ করছেন আব্দুল্লা আল আরাফ, রাহাত উদ্দিন ও রেজাউল খান।

Posted in AgTech Blogs on June 29 2021 at 03:03 AM

Comments (0)

No login
color_lens
gif