স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জন

স্বাধীনতার ৫০ বছর:  
প্রাককথনঃ 
 হাজার বছরের বাঙালি জাতির সবথেকে বড় অর্জন তার স্বাধীনতা। এ পথ পরিক্রমণ কুসুমাস্তীর্ণ ছিল না । এ ভুখণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে এক অনিবার্য সত্যের সন্ধান মেলে -তা হল মুক্তি  প্রত্যাশী এ জাতি এক মহা নায়কের প্রতিক্ষায় প্রস্তুতির দিন গুনছিল।বাঙালি জাতির এক ক্রান্তিলগ্নে মানুষের শাশ্বত মুক্তি ও সংগ্রামের ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বাঙালির সবচেয়ে কৃতিত্ব পূর্ণ অর্জনের নাম ‘শেখ মুজিব’ ।                                                              
 
 
গত ৫০ বছরে প্রাপ্তি ও অপ্রাপ্তির সমীকরণঃ
  
  
 
 
শিক্ষা বিস্তার ও কর্মদক্ষতাঃ প্রাথমিক শিক্ষায় নেট তালিকাভুক্তির অনুপাত ১৯৮০-এর দশকের মাঝামাঝি (ইউনেস্কোর তথ্য অনুসারে)৪৬%  শতাংশের তুলনায় এখন ৯০ শতাংশেরও বেশি।  একইভাবে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১৯৯১ সালে ৩৫ শতাংশ থেকে বেড়ে  2017 সালে ৭৩ শতাংশে উন্নীত হয়েছে। আরও অংশগ্রহণ বৃদ্ধি ও শিক্ষার ফলাফল উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার ২০১০ সালে উচ্চাভিলাষী নতুন জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছিল যা এক বছরের বাধ্যতামূলক প্রাক বিদ্যালয়ের শিক্ষার প্রবর্তন করেছিল এবং প্রসারিত করেছিল বাধ্যতামূলক শিক্ষার দৈর্ঘ্য গ্রেড পাঁচ থেকে গ্রেড আট পর্যন্ত।বাংলাদেশ জাতিসংঘের সকল শিক্ষার জন্য (ইএফএ) লক্ষ্যসমূহ  এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি)  পাশাপাশি অন্যান্য শিক্ষা-সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণায় সম্পূর্ণরূপে সম্মতি জানায়। বাংলাদেশ সংবিধানের ১  অনুচ্ছেদে এই বিধান দেওয়া হয়েছে যে সমস্ত শিশু নিখরচায় এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে। এ প্রাপ্তি আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের কল্যাণেই সম্ভব হয়েছে ।  
 
 
 
অবকাঠামোগত উন্নয়নঃ ঔপনিবেশিক যুগ থেকে বাংলাদেশ অনুন্নত  এবং অসমভাবে বিতরণ করা অবকাঠামো এবং পরিবহন নেটওয়ার্ক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। দুর্বল ও অদক্ষ অবকাঠামো দেশের অর্থনৈতিক বিকাশকে ক্ষুন্ন করেছে এবং সম্প্রতি  সরকার এই সমস্যাটি সুশৃঙ্খলভাবে সমাধান করতে এবং এর মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগের লক্ষ্যে সক্ষম হয়েছে।
১৯৯৯ সালের জুনে বিশাল আকারের যমুনা বহুমুখী সেতুটি বিশ্বের দ্বাদশতম দীর্ঘ সেতুতে পরিণত হয়েছিল। এই সেতুটি প্রথমবারের মতো বাংলাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সংযুক্ত করে ছে। এই প্রকল্পের সমাপ্তি দেশের পরিবহন নেটওয়ার্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং যাত্রী ও মাল পরিবহনের মান এবং গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
পদ্মা বহুমুখী সেতুটি নিজস্ব সম্পদ নিয়ে বাংলাদেশে নির্মাণাধীন  প্রধান  পদ্মা নদীর ওপরে একটি বহুমুখী রোড-রেল ব্রিজ । যা যুগান্তকারী একটি উন্নয়ন স্থাপনা হিসেবে ইতোমধ্যেই সর্বজন স্বীকৃত । পদ্মা বহুমুখী সেতুটি চালু হলে আশা করা হচ্ছে যে বাংলাদেশের জিডিপি আরও ১.২ শতাংশ বাড়বে।
বাংলাদেশ সরকার প্রস্তাবিত ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে জাতীয় রেলপথকে যুক্ত করার সম্ভাব্যতার সাথে গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। 
সমগ্র দেশে অসংখ্য নদী ,নালা -খাল, বিল সমন্বিত গ্রামীণ জনপদে  বিরূপ জলবায়ু ও প্লাবিত প্রকৃতিতে রাস্তা  -ঘাট, সেতু -কাল্ভারট  নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জটিল ও ব্যয় সাধ্য কাজ বাংলাদেশকে করতে হয় । সার্বিক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্জন । 
চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ , বহিনঙ্গর ব্যবস্থা , মংলা ও খুলনা বন্দর  উন্নয়ন ও আধুনিকীকরণ বাংলাদেশ সরকারের  অন্যতম  অর্জন । 
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি কাটিয়ে বাংলাদেশ ক্রমে  স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে । 
বাংলাদেশের টেলিযোগযোগ পরিষেবাগুলি অনুন্নত এবং   বাসিন্দাদেরকে টেলিফোনের মালিকানার সর্বনিম্ন হারে এটি সেবা সরবরাহ করে। তবে  মোবাইল ও সেল ফউন প্রযুক্তি সেবা ঘাটতিকে অনেকাংশে পূরণ করছে ।  
 
    এছাড়াও ঢাকা নগর পরিকল্পনায় আধুনিকায়ন,পয়ঃনিস্কাসন ও দ্রেনেজ  ব্যবস্থার উন্নয়ন , নগর পরিষেবার পরিধি প্রসার , শহরে ফ্লাই ওভার , ফুট ওভার ইত্যাদি উল্লেখযোগ্য । দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম এর সার্বিক উন্নয়ন ও সেবার প্রকৃতি চোখে পড়বার মতন।এছাড়াও হাল  আমলে নারায়ণগঞ্জ , রাজশাহী ,খুলনা, সিলেট , বরিশাল সহ দেশের সকল পৌরসভা ও টুরিস্ট স্থানে যোগাযোগ অবকাঠামো দ্রুত বিস্তার লাভ করেছে ।  
বঙ্গবন্ধু স্যাটেলাইট  উপগ্রহ স্বাধীন   বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উল্লেখযোগ্য সংজজন ।
 
মানব সম্পদ উন্নয়নঃ মানব উন্নয়ন প্রতিবেদন (এইচডিআই) ২০১০ অনুসারে, মানব উন্নয়ন সূচক (এইচডিআই) দ্বারা পরিমাপকালে বাংলাদেশ সাম্প্রতিক দশকে সর্বাধিক অগ্রগতি অর্জনকারী দেশগুলির মধ্যে একটি। বাংলাদেশের এইচডিআই গত ৩০ বছরে ৮১ শতাংশ বেড়েছে। এমনকি এইরকম চিত্তাকর্ষক আপেক্ষিক লাভের পরেও বাংলাদেশ অব্যাহত এবং সুসংহত উন্নয়ন সহায়তার প্রয়োজনীয় একটি দেশ হিসাবে রয়ে গেছে।
 
বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশ জাতীয় দারিদ্র্যসীমার নিচে বাস করে চলেছে বলে অনুমান করা হয়, যখন শিশু অপুষ্টিজনিত হার ৫ বছরের কম বয়সের শিশুদের মধ্যে ৪১ শতাংশের মধ্যে রয়েছে, ২০০৭ সালে পুরুষ এবং মহিলা জনসংখ্যার মধ্যে যৌন অনুপাত ১৯.২০। মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি ১৫ বছরের কম বয়সী এবং ১৫  থেকে ৫৯ বছর বয়সের মধ্যে অর্ধেকেরও বেশি। জনসংখ্যার উপর  নির্ভরশীলতা অনুপাত প্রায় ৬.৬৭% c শতাংশ।  
বাংলাদেশ ২০০৯ এর কর্মসংস্থান জরিপ পর্যবেক্ষণ অনুমান করেছে যে শ্রমজীবী ​​জনসংখ্যার (১৫ বছর বা তার বেশি) থেকে 53.7 মিলিয়ন লোকশক্তিতে রয়েছে। ৪০.২ মিলিয়ন শ্রমিক পুরুষ এবং ১৩.৫ মিলিয়ন মহিলা। ২০০৬  থেকে ২০০৯ সালের মধ্যে মহিলা শ্রমশক্তি প্রায় ১২ শতাংশ বেড়েছে, এবং পুরুষ শ্রমশক্তি প্রায় ৮ শতাংশ বেড়েছে। এটি চাকরির বাজারে নারীর উপস্থিতি বৃদ্ধি, রেডিমেড গার্মেন্টস সেক্টর দ্বারা প্রশংসিত এবং বিভিন্ন আয়-উত্পাদনের ক্রিয়াকলাপের জন্য গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম দ্বারা সৃষ্ট সুযোগগুলি নির্দেশ করে। 
শ্রম শক্তি জরিপ (এলএফএস) ২০১০ এর অনুমান যে শ্রমবাজারে প্রায় ৮৯ শতাংশ কাজ অপ্রাতিষ্ঠানিক  কর্মসংস্থানের অন্তর্ভুক্ত। শহুরে অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে এটি প্রচলিত এবং অনানুষ্ঠানিক ব্যবস্থায় নারীদের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা বেশি।
 
প্রতিবন্ধিতা ও বাংলাদেশঃ  প্রতিবন্ধী আন্দোলন গঠনের আগে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংগঠিত সহিংসতা, অধিকার  বিচ্যুতি  এবং  বৈষম্য ব্যাপকহারে বাংলাদেশে  ব্যপ্ত ছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল শিশু ও মহিলা। বাংলাদেশ  Convention on the Rights of Persons with Disabilities (CRPD ২০১৩) সনদে স্বাক্ষরের পর এক্ষেত্রে অধিকার সংরক্ষণ, পরিকাঠামো  পরিবর্তনে  অঙ্গীকারাবদ্ধ ও কর্মসূচী গ্রহণ করে , অভাবনীয় সাফল্য অর্জন করে । 
 
সুশীল সমাজঃ দেশের স্বাধীনতার সংগ্রামে নাগরিক সমাজের অগ্রণী ভুমিকা ছিল। বাংলাদেশ বিশ্বে এনজিওর ক্রিয়াকলাপগুলির মধ্যে অন্যতম একটি কেন্দ্রীভূত অঞ্চল । গ্রামীণ ও নাগরিক সমাজের ক্রিয়াকলাপ এবং সংগঠন হিসাবে  তার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। মহান মুক্তি সংগ্রামের পরে অধিকাংশ  এনজিও গঠিত হয়েছিল। গত দুই দশক ধরে, এনজিওগুলি ক্রমবর্ধমান সেবা জোগানের কর্মসূচি , ধরণ ও মতামত নানা পক্ষে পরিবর্তিত হয়েছে। এছাড়াও সামাজিক প্রেরণা, উদ্ভুদ্ধকরন এবং সম্প্রদায়গত সক্রিয়তার ক্ষেত্রে পূর্বের বহু প্রচেষ্টা , প্রাচীন ও সনাতন আঞ্চলিক মনভঙ্গি মানুষ ত্যাগ করেছে ।যেমন  সাম্প্রদায়িক সম্প্রীতি , বাল্য বিবাহ ,ক্ষুদ্র ঋণ সহায়তা , নারী শিক্ষার  প্রসার , কর্মজীবী নারী বান্ধব প্রতিবেশ , পরিবেশ ও দূষণ সচেনতা , মাতৃকালীন ও শিশু জন্মকালীন  সংস্কার  ও স্বাস্থ্য চেতনা, সামাজিক দক্ষতা বৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য ।   
 
  
বিশ্ব সম্প্রদায়ের শান্তি রক্ষা ও নেতৃত্ব দানঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ ১৯৮৮ সাল থেকে সংযুক্ত জাতিসংঘের শান্তি সহায়তা কার্যক্রমের (ইউএনপিএসও) সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি অবদান রাখে। 
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বেশ কয়েকটি দায়িত্ব রয়েছে। সেখানে হেলিকপ্টার পাইলট রয়েছেন যারা জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে কাজ করেন। তারা স্থানীয়ভাবে প্রশিক্ষিত তাই তাদের বেশ কয়েকটি অজানা হুমকি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তাদের কাজকে আরও সহজ করার জন্য তাদের একটি আলাদা ভূখণ্ডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 
 
 
 
 
দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণঃ  এর ভেতর সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম
সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা
সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন
বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা
সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন
বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম
দুস্থ ও এতিম শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম
পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি)
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম
প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, ধরন ও মাত্রা নিরূপণ এবং সনদ ও পরিচয়পত্র প্রদান
ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি
আবাসন/আশ্রয়ণ প্রকল্পে নিবাসীদের মধ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি
ভবঘুরে ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন
স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও নিয়ন্ত্রণ
আইনের সংঘাতে ও সংস্পর্শে এবং সাজাপ্রাপ্ত শিশুদের উন্নয়ন কার্যক্রম
এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম
দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
কৃত্রিম অঙ্গ উৎপাদন ও বিপণন
চিকিৎসা সমাজসেবা কার্যক্রম
পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম
দিবাকালীন শিশু যত্ন কার্যক্রম
বয়স্ক ভাতা কার্যক্রম
এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম
প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস
বিপন্ন শিশুদের সুরক্ষা কার্যক্রম
মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোম)
নিবন্ধনকৃত বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান
ছোটমণি নিবাসে শিশু প্রতিপালন ও পুনর্বাসন
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম উল্লেখযোগ্য ।
নারী ও শিশু দলন প্রতিরোধঃ নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ , জাতীয় নারী / শিশু নীতিমালা ছাড়াও 
মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোম) কার্যক্রম ছাড়াও বেসরকারি উদ্যোগ কে সহায়তা করছে বাংলাদেশ । ১৯৯৯ সাল থেকে ক্রমান্বয়ে দেশের স্থানে পরিচালিত কেন্দ্র গুলো বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালত হতে সেফ হোমে নিরাপদ হেফাজতে  রাখার নির্দেশ প্রদান করেন তাদের ভরণ পোষণসহ সংশ্লিষ্ট কেন্দ্রে রাখার ব্যবস্থা করে । সেফহোমে অবস্থানকালীন সময়ে সুরক্ষা,  যত্ন-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা , চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতধারায় পুন:একত্রিকরণ বা পুনর্বাসন করা হয়।  
 
 
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা 
১. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
২. পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
৩. আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করা;
৪. চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর  সমাজসেবা অধিদফতর এ উদ্দেশ্যকে সামনে রেখে  ১৯৯৮-৯৯ অর্থবছর উক্ত কার্যক্রম শুরু করে। 
 
 
 
 সমাজে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি ছাড়াও দিনাজপুর সদরে (হিজরাদের)এদের জন্য সরকার একটি আবাসন তৈরি করেছে। সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের বাঙ্গীবেচা গ্রামে পূনর্ভবা নদীর তীর ঘেঁষে ৩ দশমিক ৪ একর খাস জমিতে ‘মানব পল্লী’ নামের এই আবাসন নির্মাণ করা হয়।
 
তৃতীয় লিঙ্গের এ বিশেষ একটি মানব গোষ্ঠীর (হিজরা) জন্য সরকারের  এ ধরনের আবাসন ব্যবস্থা বাংলাদেশে এটিই প্রথম।
সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির বাংলাদেশঃ বেশিরভাগ বাঙালি জনসংখ্যার পাশাপাশি কমপক্ষে ৩৫ টি ভাষায় কথা বলার মতো ৫ 54 টিরও বেশি আদিবাসীদের মধ্যে বাংলাদেশ রয়েছে। আদিবাসীদের অধিকার সম্পর্কিত জাতিসঙ্ঘের ঘোষণাপত্রটি বাংলাদেশ গ্রহণ করেনি এবং দেশের আদিবাসীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার অবহেলা করা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সরকার আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেয় না। তবে ২০১১ সালের সংবিধান সংশোধন হওয়ার পর থেকে বাঙালি জনগোষ্ঠীর চেয়ে আলাদা নৃতাত্ত্বিক পরিচয়যুক্ত লোকদের উল্লেখ রয়েছে। তবে, শুধুমাত্র সাংস্কৃতিক দিকগুলি উল্লেখ করা হয়েছে, যদিও আদিবাসীদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারগুলি, বিশেষত ভূমির অধিকারের সাথে সম্পর্কিত বিষয়গুলি অবহেলা করা অবিরত রয়েছে। বিশ্বায়নের যুগে সময়ের সাথে সমাজের ঐতিহ্যগত ধারণা, জাতিসত্তা, পরম্পরা, 
সংস্কৃতি পরিবর্তন করা হয়েছে। একই সাথে আদিবাসী মানবাধিকারের বিষয়টিও সরকারি , বেসরকারি পর্যায়ে ও সুশীল সমাজে গুরুত্তের সাথে স্বাধীনতা উত্তর সময়ে আলোচিত হয়ে আসছে । বন বিভাগ  এবং স্থানীয় বাঙালির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জমি দখল এর প্রয়াস বন্ধের  চেষ্টা  অনেকেই করেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। "আদিবাসী ও আদিবাসী জনগণের বিল্ডিং ক্যাপাসিটিস" ইস্যুসমূহ: অধিকার এবং গুড প্র্যাকটিসস "প্রকল্পটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দ্বারা ২০০৯ সালে চালু করা হয়েছিল
 
মহান মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস সংরক্ষণঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ    জাতির ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ অংশীদার । এর সংরক্ষণ ও যথাযথ ভাবে উপস্থাপনের জন্য ব্যক্তি এবং সংগঠন এর ন্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।      
 
আপদকালীন দুর্যোগ মোকাবেলাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ পরিচালনার দৃষ্টিভঙ্গি হ'ল প্রাকৃতিক, পরিবেশ এবং মানুষের দ্বারা পরিচালিত ঝুঁকির প্রভাব থেকে শুরু করে পরিচালনযোগ্য ও গ্রহণযোগ্য মানবিক স্তরে মানুষের ঝুঁকি হ্রাস করা এবং বিশেষত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের ঝুঁকি হ্রাস করা এবং এর জন্য একটি কার্যকর জরুরি প্রক্রিয়া পরিচালন ব্যবস্থা জারি রাখা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিএমসি), দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কৌশলগত সিদ্ধান্তের জন্য দায়ী; আন্তঃমন্ত্রণালয় বিপর্যয় পরিচালন কমিটি (আইএমডিএমসি), মন্ত্রনালয় জুড়ে সমন্বয়ের জন্য দায়ী; এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি কমিটি, নীতি উন্নয়ন এবং পরামর্শের জন্য দায়ী। এনডিএমসি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।    
করোনাভাইরাস মহামারীজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে, এবং ত্রান সাহায্যের উপর জোর দিয়েছিলেন মান্যবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ।জননেত্রি  শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারী সহায়তা প্রদানের জন্য দুর্দশাগ্রস্ত মানুষের একটি তালিকা প্রস্তুত করতে বলেছেন, যাতে তারা করোনভাইরাস মহামারী বিকশিত হওয়ার কঠিন সময়ের তাদের সহায়ক হতে পারেন। 
ধর্মীয় স্বাধীনতাঃ রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা নীতি স্বাধীনতা উত্তর কালে গৃহীত হলেও বঙ্গবন্ধু ও চার নেতা হত্যা কাণ্ডের মাধ্যমে তা স্তিমিত হয়ে আসলেও , বাঙালি জাতির পরমত সহিষ্ণুতা ও সকল ধর্ম মতের অনুসারিদের শান্তিতে সহাবস্থানের হাজার বছরের ঐতিহ্য কে নস্যাৎ করা সম্ভব হয় নি । সকলের স্বীয় ধর্ম পালন ও মত প্রকাশের স্বাধীনতা জাতীয় মুক্তিযুদ্ধের সংগ্রামী চেতনার উত্তরাধিকার । 
তথ্য প্রযুক্তিঃ এই মুহূর্তে আইটি শিল্পে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান দেশ। আমাদের যুবকরা হ'ল আমাদের সমাজের জীবনধারা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনকারি সঞ্চালক শক্তি। দেশের বেশিরভাগ অঞ্চলে আধুনিক ওয়েব এবং ইন্টারনেট অ্যাক্সেসের আশীর্বাদ সহ সম্ভাবনা এবং সুযোগগুলি অনেক বেড়েছে।  প্রতিযোগিতামূলক  চাকরির বাজারে কম সুযোগের কথা চিন্তা করে সময় নষ্ট করার চেয়ে সরকার ফ্রিল্যান্সিং জবগুলিতে বেশি জড়িত হওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
আইটি শিল্পে এখন আমাদের বিশ্বব্যাপী অবস্থানটি আমাদের মানসম্পন্ন পরিষেবা এবং বিশেষজ্ঞ ফ্রিল্যান্সারদের আরও ভাল ভবিষ্যতের জন্য কাজ করছে । বাংলাদেশে আউটসোর্সিং এখন আগত রেমিট্যান্সের আরেকটি বৃহৎ সম্ভাবনাময়য় উৎস । একটি 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্যে আইটি সেক্টরে ইতিমধ্যে বেশ কয়েক বছর পূর্বে ইতিবাচক সাফল্য এসেছে এবং আরও উদ্যোগ আসছে। বাংলাদেশের আইটি সংস্থাগুলি প্রায় দুই দশক আগে সফটওয়্যার রফতানি শুরু করেছিলেন, ১৯৯০ এর দশকে ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং (বিপিও) ব্যান্ডওয়্যাগনে যোগ দিয়েছিলেন। তার পর থেকে তাদের অনেকে কম্পিউটার প্রোগ্রাম রফতানিতে সাফল্লের সাথে  বৈচিত্র্যযুক্ত করেছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট (ওআইআই) এর মতে, বিশ্বের এখন আউটসোর্স করা অনলাইন কর্মীদের মধ্যে বাংলাদেশ 16% অবদান রাখে, এই হারটি 24.6% এর চেয়ে ভারতের পরে দ্বিতীয়।
বাংলাদেশী আউটসোর্সিং কর্মীদের মধ্যে, 22% সফটওয়্যার বিকাশ এবং প্রযুক্তিতে কাজ করে, যা বিশ্বের সমস্ত অনলাইন ফ্রিল্যান্সারদের 3.7% প্রতিনিধিত্ব করে। পেশাদার আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সরকার তিনটি মূল আইসিটি ক্ষেত্রে 13,000 বেকারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং উন্নয়ন, এবং ডিজিটাল বিপণন।
ইতিমধ্যে, মোট ১১,৯২০ জন প্রশিক্ষণ শেষ করেছেন এবং এর মধ্যে ৫,6৮০ জন উপার্জন করেছেন ৩৩.৪৪ কোটি টাকা।   
  
                শেষের আগেঃ 
বাঙালি জাতি ইতিহাসের বহু ভাঙা গড়ার নীরব এক কালের সাক্ষী ।মহান মুক্তিযুদ্ধ ও লাখো শহিদের আত্ম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ,  বাঙ্গালির স্বাধীন আবাসভূমি , সবুজের পটে আঁকা লাল সূর্য সাথী পতাকা বাঙ্গালীর মহত্তম অর্জন ।‘ইতিহাস মানুষের বড় শিক্ষক’ -তাই স্বদেশ প্রীতি ,স্বজাত্যের প্রতি প্রেম আমাদের চির অম্লান এক অনুপ্রেরণার অমেয় উৎস ।আজ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অর্ধশত বার্ষিকীতে সেই অকুতভয় বীর মুক্তিসেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা মুক্তির অমোঘ বাণী আমাদের শুনিয়েছেন প্রকৃত মানুষের মত ।আমাদের দেশ-মাতৃকা তাঁর জন্মলগ্ন থেকেই বহু প্রতিকূলতাকে সাঙ্গ করে মানুষের মহান মুক্তির এক অকুতভয় অভিযাত্রিক ।বিশ্ব মানবতার যে কোন ক্রান্তিলগ্নে বাংলা মায়ের আত্মপর দামাল সন্তানেরা শাশ্বত মুক্তির বারতা মানবের তরে বয়ে নিয়ে আসবে আর সে শুভক্ষণেই দেশ প্রেমিক লাখো শহিদের আত্মদান সার্থক এবং সফল হবে।
 
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা । 
         #freepreneur
 
 
 
 
 
Posted in Personal Blogs on May 10 2021 at 11:45 AM

Comments (0)

No login
color_lens
gif