স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের প্রাপ্তি

স্বাধীনতার ৫০ বছরের যাত্রা যদিও সুগম ছিল না,
তবুও বাংলাদেশ আজ বিশ্বের কাছে নানান অগ্রগতির কারণে খ্যাত।
এই বিজয় বাংলাদেশ অর্জন করেছে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। যুদ্ধবিধ্বস্ত দেশকে ঠাট্টা করে তলাবিহীন ঝুড়ি নামেও আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাত্রা শুরু করেন এই দেশটাকে নিয়ে।
আজ ৫০ বছর পর দেশের অগ্রগতি গুলো বিশ্বকে তাক লাগিয়ে দেবার মতো।২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৯০৯ মার্কিন ডলার আর জিডিপি প্রবৃদ্ধির হার ৮.১৫ শতাংশ।
এদেশের সামাজিক অবস্থারও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। WEF এর "নারী-পুরুষ বৈষম্যহীনতা ২০২০"  প্রতিবেদনে প্রকাশিত বাংলাদেশ ৫০ তম। যেখানে এদেশের নিকটবর্তী দেশগুলো কোনটিই তার ধারেকাছেও নেই। আরো পিছিয়ে আছে তারা। এছাড়াও দেশে বেড়েছে সাক্ষরতার হার, শিক্ষার হার ইত্যাদি। কমছে দারিদ্রের হার,বাল্য-বিবাহের হার, শিশু মৃত্যুর হার ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ নানান দেশে নিজেদের সেনাবাহিনীকে "শান্তি রক্ষা মিশন"-এ পাঠিয়ে আজ প্রসিদ্ধ। দেশের বৃহৎ স্থাপনা পদ্মা সেতু তৈরি হচ্ছে বাংলাদেশের নিজ অর্থায়নে।অল্প সময়ের যাত্রায় বাংলাদেশের রয়েছে আরও প্রাপ্তি।এসব প্রাপ্তি এবং অগ্রগতির জন্য পুরো পৃথিবীতে বাংলাদেশ এখন "উন্নয়নের রোল মডেল"হিসেবে স্বীকৃত।
Posted in Personal Blogs on May 09 2021 at 07:24 AM

Comments (0)

No login
color_lens
gif