আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ( ০৩ ডিসেম্বর ২০২০ ) টি-২০ হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ

বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল এই বছরের ০৩ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে উত্তরাঃ ১৩নং সেক্টর সোসাইটি ওয়েলফেয়ার সমিতির মাঠে একটি টি ২০ হুইলচেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করে। এবার এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'সব ধরণের প্রতিবন্ধকতা দৃশ্যমান নয় । অদৃশ্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা এবং করোনা পরবর্তী কালে হুইলচেয়ার ক্রিকেটারদের খেলায় ফিরে আসার লক্ষ্যে অদ্য ০৩ ডিসেম্বর উত্তরা ১৩নং সেক্টর সোসাইটি ওয়েলফেয়ার সমিতির মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । খেলায় হুইলচেয়ার ক্রিকেটারা রিপন উদ্দিন এর নেতৃত্বে ( লাল ) ও সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে ( সুবজ) দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে জনাব নাহিম রাজ্জাক এমপি ( আহ্বায়ক ইয়ং বাংলা ) টস এর মাধ্যমে খেলার উদ্বোধনী ঘোষণা করেন। টসে জিতে লাল দলে অধিনায়ক রিপন উদ্দিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। খেলার প্রথম আর্দে সবুজ দল ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে হারিয়ে ১৮৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেন । লাল দলের পক্ষে দলীয় অধিনায়ক রিপন উদ্দিন এর ব্যাটে ৮০ রানের উপর ভরকরে ( নোট আউট ) জয়ের লক্ষ্যে পৌঁছে যান।
 
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেনঃ
১। মোঃ আশরাফুল ইসলাম জনি - লন্ডন ম্যানেজার, লাস্ট ম্যান স্ট্যান্ডস লিমিটেড।
২। নাবিল চৌধুরী - ম্যানেজিং ডিরেক্টর,এনবি লিংক
৩। ইমরান ফাহাদ -ফাউন্ডার, ইন্সপায়ারিং বাংলাদেশ
৪। শামসিন আহমেদ - সিইও - আইডেন্টিটি ইনক্লুশন
৫। কাজী সাবির - কো-ফাউন্ডার-খেলবেই বাংলাদেশ
৬। নুরুজ্জামান বাবলু - চেয়ারম্যান - কানুদাসখাটি ডিসাব্লিড ডেভেলপমেন্ট অর্গানিজশন
৭। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী (পলাশ) - সিইও - ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হুইলচেয়ার ক্রিকেট
Posted in Sports Blogs on December 03 2020 at 11:55 PM

Comments (1)

No login
color_lens
gif